
বাংলাদেশ পরামাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের(বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেছেন, দেশে প্রতি বছর ২৬ হাজার কোটি টাকার ভোজ্য তেল আমদানি করতে হয়। গত বছর সরিষা চাষে দেশের সাশ্রয় হয়েছে তিন হাজার কোটি টাকা। আমাদের পরিকল্পনা রয়েছে আগামী তিন বছরে ৪০ ভাগ ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে।
বিনা কুমিল্লা উপকেন্দ্রের মিলনায়তনে আয়োজিত শস্যবিন্যাসে তেলজাতীয় ফসল অন্তর্ভুক্তির লক্ষে আমন মৌসুমে স্বল্প জীবনকালীন বিনা-১৭ধান চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহিত কুমার দেসহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আশিকুর রহমান।