
সরেজমিনে গেলে ভূক্তভোগী ও স্থানীয়রা জানায়, নড়িয়া উপজেলার গোড়াগাঁও গ্রামের ১০৮ নং গোড়াগাঁও মৌজায় বিআরএস ১৪২ নং খতিয়ানের ৭৯৮ নং দাগে ৭ শতাংশ ও ৮৬৩ নং দাগে ৬ শতাংশ মোট ১৩ শতাংশ জমি পৈতৃক ও ক্রয় সূত্রে মালিক আব্দুর রহমানের পিতা আব্দুল মজিদ ও ফুফু চাহেরন বিবি। মোবারক চোকদার গংরা ওই সম্পত্তিতে ৪ শতাংশ ক্রয় সূত্রে মালিকানা দাবী করে জোরপূর্বক দখলের পায়তারা করায় শরীয়তপুর কোর্টে মামলা দায়ের করেন আব্দুর রহমান চোকদার। ওই মামলা আমলে নিয়ে আদালত নালিশী ভূমিতে স্থিতি অবস্থা বজায় রাখতে নির্দেশ দেন। কিন্তু আদালতে নির্দেশ অমান্য করে গত শনিবার মোবারক চোকদার তার ভারাটে সন্ত্রাসীদের নিয়ে নালিশী ভূমিতে কাঠ গাছের চারা রোপন করেন। তাতক্ষণিকভাবে বিষয়টি নড়িয়া থানায় জানানো হলে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এদিকে জমিতে গাছের চারা রোপনের পর থেকে নানাভাবে আব্দুর রহমান ও তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছে মোবারক। এতে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে পরিবারটি।
মুঠোফোনে মোবারক চোকদারের নিকট জমি দখলের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি কোন জমি দখল করি নাই। তারাই আমাদের জমি দখল করেছে। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে তারা।