Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

শহরের পৃথিবী+++++ তাসকিয়া জাহান মিতু

 

আমি খুঁজেছি কতো যে সবুজের সমাহার
চেয়েছি যে অভিনব সিক্ত রাতের আঁধার!
কৃষ্ণকানন থেকে কুড়াবো পুষ্প শত
খালি পায়ে বাঁকা পথে, হেটে যাবো অবিরত।
আমি পাইনি শহরে নব ধানের সুভাস
এলোকেশে হয়নিতো, জীবনের অবকাশ।
দেখেছি যে পৃথিবীকে,কাঁচের জানালা দিয়ে
শৃঙ্খচীল উড়েনা যে, নীলিমার আঙিনায়ে!
বাধানো জীবন মোর শহরের পৃথিবীতে
দেয়ালের আবরনে শত বিনাশের সাথে।
ভাঙেনি ঘুম কভু যে, পাখির মুক্ত সুরে
হাসেনা যে রোদ আজও মায়াবী জানালা জুড়ে।
শূন্যে ভাসে তরুলতা,কৃষ্ণবর্ণ দূর্বাঘাস
মরীচিকায় বেধেছে, গন্ধবহ অভিলাষ।
ক্লান্তদেহে নিরাশ্রয়ে, শিলাবৃষ্টির ঝড়ে,
শূন্যতরু হন্য হয়ে, শহরে পাখিরা উড়ে
কোথাও নেই ধুলোমাটি,নিশ্বাসে বালু উড়ে
হাহাকারে ধ্বনি বয়ে প্রবল শহর জুড়ে।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন