
আধার রাত
রাত আমায় একটু
সাজিয়ে দিবে?
তুমি কি সুন্দর সাঝো
তোমার সৌন্দর্য দেখে
খুবই হিংসা হয়!
দেবে না তো সাজিয়ে?
তোমার সৌন্দর্য অবিরাম
কিন্তুু তুমি কি জানো?
তোমার সৌন্দর্য পরাধীন
চাঁদ আছে বলে
তুমি আলোকিত হও!
তারা আছে বলে
তোমার বুকে প্রদ্বীপ জ্বলে!
জোনাকি আছে বলে
ঝাড়বাতির মতো সাজো!
জোৎসনা আছে বলে
আরো রঙিন হও
সব সৌন্দর্য বহন করেছে!
রাত আমায় একটু
চাদের আলো দিবে?
আঁধারে বড্ড ভয় লাগে্
তাও দিবে নাতো?
সবাই যে তোমাকে
হিংসুটে বলবে!
কখনো ও কি ভেবেছো?
তুমি কি সুন্দর
তাও এত সুন্দর কেনো?
তোমার জন্য কষ্ট হয় কেনো
জানো?
যদিও পূরনিমায় মুখরিত কর
তথাপি তবুও আমাবস্যা ভেসে
উঠে তোমার কুৎসিত রুপ!
করিও না বড়াই নিজেকে নিয়ে
ভেবেছো কি তুমিও পরের তরে।
লিজা