Sunday, 25th May, 2025
Sunday, 25th May, 2025

টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলার ছাত্রদলের সভাপতি নূর আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতাকর্মীরা।

শুক্রবার বেলা ১১টার দিকে টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক ও সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি টঙ্গী বাজার সেনাকল্যাণ ভবনের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মধুমিতা এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা- আবুল কালাম, মোবারক হোসেন মিলন, মাসুদ রানা, আলমগীর পাঠান, আলী হোসেন, জুয়েল রহমান, মসিউর রহমান, টুটুল, পলাশ, দেলোয়ার হোসেন, জিসান, জাহাঙ্গীর আলম, রাজন, মিথুন, মনিরসহ টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে একই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার বিকালে মিছিলটি চেরাগআলী থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কলেজগেইট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পশ্চিম যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম কাজল, শেখ মোহাম্মদ সুমন, হাবিবুর রহমান আজাদ, হারুন-অর-রশিদ, নিরব সাগর, জাকির হোসেন, এনএন প্রিন্স, রুবায়েত রুমন, ইশতিয়াক আহমেদ জীম, সাইদুল ইসলাম জনি, নাজমুল হুদা বাচ্চু, মমিন চিশতি, জাহাঙ্গীর আলম ডেভিড,  শুভ মিয়াজী, পোশন, দিপু, সালাউদ্দিন, রহমত উল্লাহ, মনির হোসেন, নান্টু, কামাল, আতাউর, আলম, খলিল, রিয়াজুল, আলামিন ও আকাশ প্রমুখ।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন