Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

শরীয়তপুরে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রয় উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস কনফারেন্স

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিন্ম-আয়ের মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্যসামগ্রী বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই উপলক্ষ্যে জেলার ৬৬ হাজার ৩৩টি পরিবার কার্ডের আওতায় আনা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে কার্ডধারীদের ঈদুল আজহার পূর্বে প্রকি উপবারভোগী ২ লিটার পরিমান তেল, ১ কেজি চিনি ও ২ কেজি মুসুর ডাল দেয়া হবে। ২১ জুন মঙ্গলবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। উপকারভোগীরা ডিলারের বিক্রয় কেন্দ্র থেকে মূল্য পরিশোধ করে এই পন্য গ্রহণ করবেন।

জেলা প্রশাসক মো. পারভেজ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন সহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে ঈদুল আজহার পূর্বে ভর্তুকি মূল্যে দেশের নি¤œ আয়ের ১ কোটি পরিবারের মাঝে প্রয়োজনীয় নিত্যপণ্য সামগ্রী পেঁৗঁছে দেয়ার লক্ষে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা ও কৌশল গ্রহণ করেছে। সে লক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।

আমাদের সোনালী সেতুর শ্যামল ভ‚মির জেলা শরীয়তপুরে ৬৬ হাজার ৩৩ পরিবারের টিসিবি’র পণ্য ভর্তুকি মূল্যে ক্রয় করতে পারবে। যার মধ্যে সদর উপজেলা ১৩ হাজার ৫৩০ জন পরিবার, জাজিরা উপজেলা ১০ হাজার ৮৮৯ পরিবার, নড়িয়া উপজেলা ১১ হাজার ৯৬৫ পরিবার, ডামুড্যা উপজেলা ৫ হাজার ৬৮১ পরিবার, ভেদরগঞ্জ উপজেলায় ১৩ হাজার ৪৬২ পরিবার ও গোসাইরহাট উপজেলা ১০ হাজার ৫০৬ পরিবার এ সুবিধার অন্তর্ভূক্ত হবেন।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন